• সুকান্তের দাবির প্রতি আস্থা নেই কেপিপি’র
    বর্তমান | ২৭ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, জলপাইগুড়ি: উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব ভারত উন্নয়নমন্ত্রকে যুক্ত করার দাবি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু এই দাবির প্রতি আস্থা রাখতে পারছে না কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির (কেপিপি)। শুক্রবার জলপাইগুড়িতে সাংবাদিক বৈঠকে কেপিপি’র সভাপতি অমিত রায় বলেন, বিগত নির্বাচনগুলির আগে পৃথক রাজ্য সহ একাধিক বিষয়কে সামনে এনেছে বিজেপি। কিন্তু কিছুই বাস্তবায়ন করেনি। এবার আগামী বিধানসভার আগে উওর-পূর্ব ভারত উন্নয়ন মন্ত্রকে উত্তরবঙ্গকে যুক্ত করার বিষয় সামনে নিয়ে এসেছে। রাজ্য সরকার কামতাপুরি মানুষের জন্য বেশকিছু উন্নয়ন মূলক কাজ করেছে ও করছে। আগামীতেও আরও কিছু কাজের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে রাখা হয়েছে। তিনি করবেন বলে আশ্বাস দিয়েছেন। কিন্তু বিগত দিনের অভিজ্ঞতা থেকে কেন্দ্রীয় সরকারের প্রতি ভরসা রাখা যাচ্ছে না। যে কারনে আমি এবং আমার দল রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে আছে। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই সুকান্তবাবু এধরনের কথা বলছেন। যা উত্তরবঙ্গের মানুষ বিশ্বাস করবে না।
  • Link to this news (বর্তমান)