• মাথাভাঙায় ভাড়া না দেওয়ায় নোটিস নিয়ন্ত্রিত বাজার সমিতির
    বর্তমান | ২৭ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, মাথাভাঙা: শুক্রবার মাথাভাঙা শহরের বাজারে বেশকিছু দোকানদারকে ভাড়া না দেওয়ার কারণে নোটিস ধরাল নিয়ন্ত্রিত বাজার সমিতি। নিয়ন্ত্রিত বাজার সমিতি জানিয়েছে, বাজার এলাকার বেশ কয়েকজন ব্যবসায়ী দীর্ঘদিন ধরে দোকান ভাড়ার টাকা দিচ্ছেন না। কারও এক বছর আবার কারও দু’বছরের ভাড়া বকেয়া রয়েছে। এদিন দোকানে কয়েকজন ব্যবসায়ীকে না পেয়ে তাঁদের দোকানের পাশে নোটিস সাটিয়ে এসেছেন নিয়ন্ত্রিত বাজার সমিতির আধিকারিকরা। তাঁরা জানিয়েছেন, নোটিস দেওয়ার পরও কেউ ভাড়া না দিলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এদিনই অবশ্য বেশ কয়েকজন ব্যবসায়ী ভাড়া মিটিয়ে দিয়েছেন। বাজারের এক ব্যবসায়ী কমল সাহা বলেন, আমার ছয় মাসের ভাড়া বকেয়া ছিল। এদিন মিটিয়ে দিয়েছি। মাথাভাঙার মহকুমা শাসক নবনীত মিত্তল বলেন, মাথাভাঙা বাজারে নিয়ন্ত্রিত বাজার সমিতির স্টলে ব্যবসা করার পরও একাংশ ব্যবসায়ী ভাড়া মেটাচ্ছেন না। এদিন তাঁদের নোটিস দেওয়া হয়েছে। আমরা আশা করছি তাঁরা ভাড়া মিটিয়ে দেবেন। না হলে আমরা নিয়ম অনুযায়ী পদক্ষেপ করব। 
  • Link to this news (বর্তমান)