• নিম্নচাপের জন্য আপাতত নিয়মিত বৃষ্টি দক্ষিণবঙ্গে
    বর্তমান | ২৭ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আজ শনিবারও বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গে এই নিম্নচাপটির প্রভাব থাকবে। সেটি উত্তর-পশ্চিম অভিমুখে ঝাড়খণ্ডের দিকে সরে গেলেও মৌসুমি অক্ষরেখার অবস্থান থাকবে অনুকূল। এজন্য আপাতত দক্ষিণবঙ্গে নিয়মিত বৃষ্টি চলবে। শুক্রবার জানাল আবহাওয়া দপ্তর। নিম্নচাপটির জন্য সমুদ্র উত্তাল হবে এবং বইবে জোরালো হাওয়া। এই আশঙ্কায় আজ শনিবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর এলাকায় মৎস্যজীবীদের না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

    নিম্নচাপের প্রভাবে শুক্রবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের বড় অংশে শনিবার বৃষ্টির মাত্রা বাড়ে। কলকাতা ও সংলগ্ন এলাকায় সারাদিন ধরে দফায় দফায় চলে হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার কোনও কোনও স্থানে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • Link to this news (বর্তমান)