• কল্যাণী এইমসের কমিটিতে দলের দুই চিকিৎসক সাংসদকে রাখতে আর্জি কল্যাণের
    বর্তমান | ২৭ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কল্যাণী এইমসের কমিটিতে তৃণমূলের দুই চিকিৎসক প্রতিনিধিকে সুযোগ দেওয়ার জন্য শুক্রবার আবেদন করলেন তৃণমূলের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেন, কল্যাণী, নয়াদিল্লি, ভোপাল, রায়বেরিলি, অবন্তিপুরা, রেওয়াড়ি, রাজকোট, নাগপুর এবং বাথিন্ডার এইমসের জন্য কমিটি তৈরি হবে। এর জন্য দু’জন করে সাংসদ নির্বাচন করা হবে। স্পিকারের অনুমতি চাইছি। তখনই কল্যাণবাবু বলেন, আমার অনুরোধ এই কমিটিতে আমাদের দু’জন প্রতিষ্ঠিত মহিলা ডাক্তার আছেন। কাকলি ঘোষদস্তিদার এবং শর্মিলা সরকার। তাঁদের দুজনকে কল্যাণী এইমসের সদস্য করা হোক। 

    অন্যদিকে, বাংলা বিজেপির এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অসংসদীয়  মন্তব্যের বিরুদ্ধে এদিন সরব হন কংগ্রেসের কেসি বেণুগোপাল। বলেন, বিজেপির একজন এমপি আমাদের যা তা বলার পরেও সরকার কোনও ব্যবস্থা কেন নেবে না? সংসদ বিষয়কমন্ত্রীই বা কেন কোনও ব্যবস্থা নেওয়ার ব্যাপারে কথা দিচ্ছেন না? এভাবে চলতে পারে না। 
  • Link to this news (বর্তমান)