• ইন্দো-ভূটান যৌথ নদী কমিশন গঠন নিয়ে বিজেপি চুপ কেন, প্রশ্ন তৃণমূলের
    বর্তমান | ২৭ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার স্বার্থকে দেখুন বিজেপি বিধায়করা। সব কিছুর মধ্যে রাজনীতি খুঁজতে যাবেন না। বাংলাকে ভালোবাসুন-বিজেপি বিধায়কদের উদ্দেশে ভরা বিধানসভায় এই বার্তাই দিল তৃণমূলের পরিষদীয় দল। তৃণমূল বলল, নদীর ভয়াল রূপে উত্তরবঙ্গের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বসতবাটি, কৃষিজমি, রাস্তাঘাট, বনাঞ্চল সব ধ্বংস হয়ে যাচ্ছে। এই অবস্থায় বিজেপি বিধায়কদের উচিত উত্তরবঙ্গের মানুষের জন্য কেন্দ্রের সঙ্গে কথা বলা। 

    শুক্রবার রাজ্য বিধানসভায় ইন্দো-ভূটান যৌথ নদী কমিশন গঠন সংক্রান্ত বিষয়ে একটি প্রস্তাব আনে রাজ্যের সরকার পক্ষ। সেই প্রস্তাবের উপর এক ঘণ্টা আলোচনা হয়। পরবর্তী আলোচনা ফের হবে সোমবার। প্রথম দিনের আলোচনায় তৃণমূল ও বিজেপি দু’দলের বিধায়করা অংশ নেন। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের দাবি, পাহাড়ের একাধিক এলাকায় বহুতল তৈরি হয়ে যাচ্ছে। প্রশাসন নীরব কেন? বক্তব্যের সমালোচনা করে মন্ত্রী মানস ভূঁইঞ্যা তথ্য ও পরিসংখ্যান পেশ করে বুঝিয়ে দেন, বিজেপি বিধায়করা শুধু রাজনীতি করছেন। মানুষের উন্নয়নের দিকে তাঁদের নজর নেই। মানসবাবু বলেন, ‘ভূটানে ৫৩টি নদী। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে নদীর জলের তোড়ে। উত্তরবঙ্গের মানুষের এই অবস্থা দেখে কষ্ট হয় না বিজেপি নেতাদের। তাঁরা রাজনীতি না করে রাজ্যের বিষয়ে হাত বাড়িয়ে দিন। কেন্দ্রের সঙ্গে কথা বলুন।’ এদিন আলোচনায় অংশ নেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি, তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। 
  • Link to this news (বর্তমান)