• এনআইওএস: কর্মরত শিক্ষকদের নতুন প্রশিক্ষণ কোর্স নিষ্প্রয়োজন, জানাল হাইকোর্ট
    বর্তমান | ২৭ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০০৯ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্মরত প্রাথমিক শিক্ষকদের ন্যাশনাল ইনস্টিটিটউট অব ওপেন স্কুলিং (এনআইওএস) থেকে ১৮ মাসের প্রশিক্ষণ কোর্স করা থাকলে তাঁদের আর কোনও প্রশিক্ষণের প্রয়োজন নেই। শুক্রবার একটি মামলার সূত্রে এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। 

    শিবাজি নস্কর-সহ প্রায় ৫০ জন কর্মরত মামলাকারীর দাবি ছিল, এনআইওএস থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ কোর্স করার পর ফের তাঁদের নতুন করে দু’বছরের প্রশিক্ষণ কোর্স করতে বলছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তাদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত দাবি করেন, মালদহ, উত্তর ২৪ পরগনা-সহ কয়েকটি জেলা এনআইওএস-এর ওই প্রশিক্ষণ কোর্সকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ওই কোর্সকে মান্যতা দিচ্ছে না। এই দাবির প্রেক্ষিতেই বিচারপতি সিনহা জানান, কোনও প্রাথমিক শিক্ষা সংসদ আলাদা করে বৈষম্য তৈরি করতে পারে না। দক্ষিণ ২৪ পরগনাকেও বাকি জেলাগুলির মতোই সিদ্ধান্ত নিতে হবে। শেষে বিচারপতি জানিয়ে দেন, মামলাকারী শিক্ষকদের নতুন করে আর কোনও প্রশিক্ষণ কোর্স করতে হবে না।
  • Link to this news (বর্তমান)