• মুখ্যসচিবের মত ছাড়াই পার্থদের জামিন মামলার শুনানি: হাইকোর্ট
    বর্তমান | ২৭ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যসচিব বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই পার্থ চট্টোপাধ্যায়দের জামিনের মামলার শুনানি হবে। শুক্রবার এমনটাই জানিয়ে দিল হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ। ওইসঙ্গে পার্থদের জামিন নিয়ে কী আপত্তি রয়েছে, তাও সিবিআইয়ের কাছে জানতে চেয়েছে আদালত। 

    এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিনহা এবং এসএসসির প্রাক্তন সচিব অশোককুমার সাহা-সহ শিক্ষা দপ্তরের ১১ জন আধিকারিককে গ্রেপ্তার করে সিবিআই। সম্প্রতি জামিনের আবেদন জানিয়ে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলাতেই একাধিকবার উঠে আসে মুখ্যসচিবের অনুমোদন প্রসঙ্গ। অবশেষে আদালত জানিয়ে দিল মামলাটির শুনানি হবে অনুমোদন ছাড়াই। 
  • Link to this news (বর্তমান)