• বিধানসভা ভোটের আগে চারটি করে আসন বেছে নিন : দিলীপ
    বর্তমান | ২৭ জুলাই ২০২৪
  • সংবাদদাতা,  বারুইপুর: ‘ভোট বাড়ছে দাবি করে নানা তথ্য দেওয়া হচ্ছে। এসব না ভেবে বুথে বুথে ভোট কেন কমছে, সেটা দেখুন। যেসব গ্রামে লিড পাওয়া উচিৎ ছিল, সেখানে সংগঠনের অবস্থা খোঁজ নিন। বিধানসভা ভোটের আগে চারটি করে আসন বেছে নিন, তারপর দলকে ঠিকমতো তৈরি করে প্ল্যানিং করুন। দল বড় হলে তবে বড় নেতা হবে।’ দলীয় কর্মীদের এমনই পরামর্শ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার বারুইপুর রবীন্দ্রভবনে যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির বর্ধিত কার্যবিবরণী বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন দিলীপবাবু। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি মনোরঞ্জন জোতদার সহ অন্যান্যরা।  

    এদিন দিলীপবাবু আরও বলেন, ‘দক্ষিণ ২৪ পরগনা জেলায় আমাদের সংগঠন দুর্বল। আগে সংগঠনের শক্তি বৃদ্ধি করুন। শহরাঞ্চলে শক্তিবৃদ্ধির  দিকে নজর দিন।’ মঞ্চে হাজির বিজেপি নেতাদের উদ্দেশে তাঁর বার্তা, ‘দলে রাতারাতি সব একসঙ্গে পাল্টে দেবেন না। পুরনোদের নিতে হবে।’ জেলা সভাপতি মনোরঞ্জনবাবু বলেন, ‘সোনারপুর দক্ষিণ, যাদবপুর, টালিগঞ্জ, বারুইপুর পশ্চিম বিধানসভার দিকে বেশি নজর দিতে হবে। বাম ভোট যাতে আমাদের দিকে আসে, তাও লক্ষ্য রাখতে হবে। কারণ, কয়েকটি বিধানসভায় বামেদের ভোট বৃদ্ধি পেয়েছে।’ এদিনের বৈঠকে কর্মীদের বসার আসন খালি ছিল অনেকটাই। তা নিয়ে দলের অন্দরে জল্পনা চলছে।
  • Link to this news (বর্তমান)