• বায়ুদূষণ মাপতে রাজ্যজুড়ে বসেছে ২০০ স্বয়ংক্রিয় যন্ত্র
    বর্তমান | ২৭ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বায়ু দূষণের মাত্রা জানার জন্য পরিবেশ দপ্তর রাজ্যের বিভিন্ন জায়গায় দূষণ মাপার ২০০টি স্বয়ংক্রিয় যন্ত্র বসিয়েছে। শুক্রবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিভাগীয় মন্ত্রী গোলাম রব্বানি একথা জানিয়েছেন। সব ব্লকে একটি করে এই যন্ত্র বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিধানসভা ভবনে এই যন্ত্র বসানোর জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের অনুমতি চেয়েছেন মন্ত্রী। 

    দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম পরিবেশ দপ্তর নিজস্ব মোবাইল অ্যাপ তৈরি করেছে। এই অ্যাপটির ব্যবহার বাড়ানোর উপর জোর দেন মন্ত্রী। পরিবেশ দপ্তরের অ্যাপের মাধ্যমে বিভিন্ন এলাকার পরিবেশ দূষণ সংক্রান্ত পরিসংখ্যান জানানোর পাশপাশি অভিযোগ পেশ করার ব্যবস্থা আছে। তৃণমূল কংগ্রেস বিধায়ক রত্না দে নাগের প্রশ্নের উত্তরে, জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা আটকাতে রাজ্য পরিবেশ দপ্তর কী কী ব্যবস্থা নিচ্ছে তা বিস্তারিতভাবে জানান মন্ত্রী। একবার ব্যবহার করা যায় এমন প্লাস্টিক সামগ্রীর উৎপাদন নিয়ে উৎপাদকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। এই ধরনের প্লাস্টিক সামগ্রী ব্যবহারের পর জোর দেওয়া হচ্ছে রিসাইক্লিং করার উপর। এদিকে, অন্য একটি প্রশ্নের উত্তরে ক্রেতাসুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র জানান, তাঁর দপ্তরে শূন্যপদের সংখ্যা ৮৩২।
  • Link to this news (বর্তমান)