• আলুর দাম কমানো নিয়ে আশাবাদী মন্ত্রী
    বর্তমান | ২৭ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলুর দাম কমানোর চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। ফের এই দাবি করলেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী অরূপ রায়। শুক্রবার বণিকসভা আইসিসি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে টাস্ক ফোর্স বিভিন্ন বাজারে হানা দিচ্ছে। হিমঘর মালিক ও আলু ব্যবসায়ীদের সঙ্গে সরকারের আলোচনা হয়েছে। বাজারে তার প্রভাব পড়বে।’ তিনি জানান, আলু-পেঁয়াজের মতো সব পণ্য বিপণনের ক্ষেত্রেই মধ্যস্বত্বভোগী রয়েছে। তাদের প্রভাব কমানোর চেষ্টা করছে রাজ্য সরকার। চাষিদের থেকে সরাসরি আলু কিনে তা সুফল বাংলা এবং সুফলা স্টল থেকে বিক্রি করছে রাজ্য সরকার। ক্রেতারা তার সুবিধা পাচ্ছেন। রাজ্য সরকার আলুর রপ্তানির কমানোর দিকটিও দেখছে। আলুর দাম বৃদ্ধি নিয়ে ভুগছে ওড়িশাও। সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। বৃহস্পতিবার তিনি বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে দুই রাজ্যের সীমানায় দাঁড়িয়ে থাকা আলু ভর্তি ট্রাক নির্বিঘ্নে ওড়িশায় যাওয়ার ব্যবস্থা করতে অনুরোধ জানিয়েছেন।  
  • Link to this news (বর্তমান)