• রাজ্য ৫ বছরে চা বাগানের জন্য কোনও ক্লোজার নোটিস পায়নি
    বর্তমান | ২৭ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোনও চা বাগান বা শিল্প সংস্থা পাকাপাকিভাবে বন্ধ (ক্লোজার) করতে গেলে শিল্প বিরোধ আইন অনুযায়ী রাজ্য সরকারকে ৯০ দিনের আগাম নোটিস দিতে হয়। গত পাঁচবছরের মধ্যে রা঩঩জ্যে এটা হয়নি বলে শুক্রবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন শ্রমমন্ত্রী মলয় ঘটক।

    এই প্রশ্ন নিয়ে আলোচনার সময় বিজেপি বিধায়ক বিশাল লামা উত্তরবঙ্গের কয়েকটি বন্ধ চা বাগানোর প্রসঙ্গ তোলেন। শ্রমমন্ত্রীও বন্ধ কয়েকটি চা বাগানের নাম উল্লেখ করেন। তিনি বলেন, এগুলি বিচারাধীন অবস্থায় রয়েছে। হাইকোর্ট অথবা এনসিএলটি’তে মামলা চলছে। 

    শ্রমমন্ত্রী জানান, চা বাগানের সমস্যা হল, মালিকরা সেগুলি বন্ধ করে দিয়ে বেপাত্তা হয়ে যান। শ্রমমন্ত্রীর দাবি, বন্ধ চা বাগানগুলি খোলার জন্য রাজ্য সরকার চেষ্টা চালাচ্ছে। তিনি জানান, চা বাগান বা শিল্প সংস্থা সাময়িকভাবে বন্ধ করতে বা সেখানে সাসপেনশন অব ওয়ার্ক জারি করার জন্য রাজ্য সরকারের আগাম অনুমতি লাগে না।
  • Link to this news (বর্তমান)