• তপসিয়া রোডে প্রকাশ্যে কুপিয়ে খুন ব্যবসায়ীকে
    বর্তমান | ২৭ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভর সন্ধ্যায় প্রকাশ্য রাস্তায় ভোজালি দিয়ে কুপিয়ে খুন করা হল এক ব্যবসায়ীকে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে আনন্দপুর থানা এলাকার তপসিয়া রোডে। আরিফ খান (৪৩) নামের ওই ব্যক্তি রিয়েল এস্টেটের কারবার করতেন। তাঁর শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় অভিযুক্ত আব্বাস পলাতক। তার খোঁজে 

    তল্লাশি শুরু করেছে পুলিস। পুরনো শত্রুতার জেরে এই খুন বলে অনুমান পুলিসের।

    পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তপসিয়া রোডে একাধিক জমিতে প্রোমোটিং করছেন আরিফ। অনেকদিন ধরেই তাঁর কাছে টাকা দাবি করছিল আব্বাস। আব্বাসের দাবি, সাইটে নির্মাণ সামগ্রী সরবরাহ করতে দিতে হবে তাকে। কিন্তু তাতে রাজি হননি ওই ব্যবসায়ী। এরপর কয়েকবার হুমকি দেয় অভিযুক্ত, এমনকী দেখে নেবে বলে শাসিয়েও যায় প্রোমোটারকে। শুক্রবার সন্ধ্যায় ওই ব্যবসায়ী কাজ সেরে বাড়ি ফেরার সময় ভোজালি দিয়ে আক্রমণ করে আব্বাস। প্রথমে মাথার পিছনে আঘাত করা হয়। তিনি রাস্তায় পড়ে গেলে এলোপাথাড়ি কোপাতে থাকে অভিযুক্ত। তাঁর হাত-পা সহ নিম্নাঙ্গে একাধিকবার আঘাত করা হয়। এরপর ঘটনাস্থল থেকে পালায় অভিযুক্ত। বেশ কিছুক্ষণ এভাবেই রাস্তায় পড়েছিলেন আরিফ। রক্তে ভেসে যায় গোটা রাস্তা। এলাকায় ভিড় জমে যায়। স্থানীয়রাই বাড়ির লোকজনকে খবর দেন। তাঁর পরিবারের সদস্যরা এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন আরিফ। পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তদন্তে নেমে পুলিস জেনেছে, অভিযুক্ত আব্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। মাদক মামলায় জেল খেটে কিছুদিন আগেই জামিনে ছাড়া পায় সে। তারপর এলাকায় বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে সে তোলাবাজি করেছিল বলে অভিযোগ। 
  • Link to this news (বর্তমান)