• সাউথ বাওয়ালিতে বাঁশের সাঁকোই যাতায়াতের একমাত্র উপায়, ক্ষোভ
    বর্তমান | ২৭ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, বজবজ: বাঁশের সাঁকোই হল যাতায়াতের অন্যতম অবলম্বন। সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের সাউথ বাওয়ালির সর্দারপাড়ার বাসিন্দাদের অভিযোগ, ১৪ বছর ধরে এভাবেই যাতায়াত করতে হয় আমাদের। বহু বছর আগে এখানে মাটির রাস্তা ছিল। ২০১০ সালে পুকুর লাগোয়া সেই রাস্তায় ধস নেমে পুরোটাই জলের মধ্যে ঢুকে যায়। তারপর থেকে বাঁশ বেঁধে অস্থায়ী সাঁকো দিয়েই যাতায়াত চলছে। অনেক সময় পা পিছলে জলে পড়ছেন অনেকে। বিডিও সহ নানা জায়গায় দরবার করেও কোনও সুরাহা হয়নি। এর প্রতিবাদে শুক্রবার গ্রামবাসীরা অবস্থান-বিক্ষোভ করেন। পরে এই বিক্ষোভে যোগ দেয় বিজেপির স্থানীয় নেতৃত্ব। কিন্তু কেন রাস্তা তৈরি হয়নি? এই প্রশ্নের উত্তরে ভুক্তভোগীদের প্রতিক্রিয়া, আগের রাস্তাটি জলে ধসে যাওয়ার পর এক গ্রামবাসীর জমির উপর দিয়ে যাতায়াত চলছিল। ওই জমির মালিক ছিলেন বেনী দাস। তাঁর মৌখিক অনুমতি নিয়েই চলাচল চলছিল। 

    পরবর্তীকালে বেনী দাস ওই জমি সন্ন্যাসী রায় নামের এক ব্যক্তিকে বিক্রি করে দেন। তখন থেকেই সমস্যার সূত্রপাত। সন্ন্যাসী রায়ের দাবি, মানুষজন এই জমি দিয়ে যাতায়াত করুন, তাতে আপত্তি নেই। কিন্তু তাঁর জমির উপর দিয়ে রাস্তা তৈরি করা যাবে না। সাউথ বাওয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা বরের দাবি ‘আমরা রাস্তা তৈরি করতে চাই। কিন্তু, কারও ব্যক্তিগত জমিতে তা করতে পারি না। যদি জমির মালিক অনুমতি দেন, তাহলে সেই দিন থেকেই পঞ্চায়েত রাস্তা তৈরির কাজ শুরু করে দেবে’।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)