• গাছ বাঁচালেই পুরস্কার, নয়া প্রকল্পের ঘোষণা সায়ন্তিকার
    বর্তমান | ২৭ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: প্রতিবছর ঘটা করে রাজ্যজুড়ে বৃক্ষরোপণ হয়। তবে কয়েক মাস বাদেই সেই গাছগুলির কতগুলি জীবিত থাকে তা নিয়ে প্রশ্ন ওঠে। এবার রোপণ করা গাছ বাঁচাতে অভিনব উদ্যোগ নিলেন বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। একবছর গাছ ভালোভাবে রক্ষণাবেক্ষণ করলে আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। সেরা ক্লাবকে নগদ ২৫ হাজার ও তিনটি ১০ হাজার টাকা দেবেন। শনিবার পুরসভা চারা গাছ বিতরণ করবে। জানা গিয়েছে, ক্রমে ইট-কাঠের জঙ্গলে পরিণত হচ্ছে বরানগর। গঙ্গাপাড়ের শহরকে ফের সবুজে ঢাকতে ভোটের আগে ‘গ্রিন বরানগর, ক্লিন বরানগর’ স্লোগান তুলেছিলেন সায়ন্তিকাদেবী। এবার বিধায়ক হয়ে সেই কাজকে তিনি গতি দিতে চান। তাই এই অভিনব উদ্যোগ। বৃহস্পতিবার সন্ধ্যায় বরানগর পুরসভায় সাংবাদিক সম্মেলনে সায়ন্তিকা ছাড়াও পুরসভার কাউন্সিলাররা উপস্থিত ছিলেন। সেখানে সায়ন্তিকাদেবী ‘তরুস্তুতি’ প্রকল্পের ঘোষণা করেন। তিনি বলেন, বৃক্ষরোপণ কর্মসূচী কমবেশি নেওয়া হয়। কিন্তু পরে আমরা আর কেউই এ নিয়ে খুব বেশি আগ্রহ দেখাই না। বনদপ্তর প্রত্যেক বিধায়ককে এক হাজার গাছ দেবে। সেই গাছ বিলি করা হবে। আগ্রহী ক্লাবগুলিকে আমার পাঁচটি করে চারাগাছ দেব।
  • Link to this news (বর্তমান)