• বজবজ জুট মিলে এক মাস কাজ বন্ধের নোটিস
    বর্তমান | ২৭ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, বজবজ: পাটজাত পণ্যের উৎপাদন হলেও বরাতের দেখা নেই। সরকারি বরাতও আগের তুলনায় একেবারে কমে গিয়েছে। ফলে উৎপাদিত পণ্যের পাহাড় জমছে গুদামে। এখন এমন অবস্থা হয়েছে যে, মজুত করারও জায়গা নেই। ফলে নতুন করে আর উৎপাদনের ঝুঁকি নিতে চাইছে না বজবজ জুটমিল কর্তৃপক্ষ। কারণ, মজুত পণ্য বিক্রি না হলে দুই শিফটে উৎপাদন চালানো মুশকিলের। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ আগামী এক মাস অর্থাৎ ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে জুটমিল সাময়িকভাবে বন্ধ করতে চলেছে। কারখানার গেটে এই মর্মে নোটিস পড়েছে। তবে ১ সেপ্টেম্বর থেকে ফের মিল চালু হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এমনিতেই বজবজের পুরনো জুট মিলগুলির মধ্যে অনেকগুলি বন্ধ হয়ে গিয়েছে। সেই সব কারখানার শ্রমিকরা আর্থিক অনটনের মধ্যে রয়েছেন। 
  • Link to this news (বর্তমান)