• দখলদারির প্রতিবাদ, বাসচালক-কন্ডাক্টর ও যাত্রীদের মারধর
    বর্তমান | ২৭ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, বনগাঁ: রাস্তার দু’পাশে হাট-বাজার। পথচারী থেকে গাড়িচালক অসুবিধার মধ্যে পড়েন সকলেই। এ নিয়ে প্রতিবাদ করায় শুক্রবার এক বাসচালক ও কন্ডাক্টরকে মারধরের অভিযোগ উঠল হাট মালিক ও ব্যবসায়ীদের বিরুদ্ধে। এক বাস যাত্রীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। প্রতিবাদে বাস বন্ধ করে দেন মালিকরা। ফলে ভোগান্তির মধ্যে পড়তে হয় যাত্রীদের। ঘটনাটি ঘটেছে বনগাঁ-বেড়িগোপালপুর (৯৬/সি) রুটের ঝাউডাঙায়। অভিযুক্তদের শাস্তির দাবিতে পুলিসের দ্বারস্থ হন বাস মালিকরা। পুলিস বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে বিকেলের পর ফের বাস চলাচল শুরু হয়।

    জানা গিয়েছে, সোমবার ও শুক্রবার ঝাউডাঙা বাজারে হাট বসে। এদিন সকালে একটি বাস বেড়িগোপালপুর থেকে বনগাঁ আসছিল। সেই সময় রাস্তায় হাটের মালপত্র রাখা ছিল। দাঁড়িয়ে ছিল অন্যান্য যানবাহনও। বাসচালক ও কন্ডাক্টর প্রতিবাদ করলে তাঁদের মারধর করেন হাট মালিক ও ব্যবসায়ীরা। তৃণমূলের শ্রমিক সংগঠনের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি নারায়ণ ঘোষ বলেন, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। বাস মালিক সমিতির সম্পাদক আনন্দ ঘোষ বলেন, প্রতিবাদে আমরা বাস চলাচল বন্ধ করে দিয়েছিলাম। পরে পুলিসের আশ্বাস পেয়ে বাস চালানো শুরু করেছি।
  • Link to this news (বর্তমান)