• কিষান বাজারের পরিকাঠামো ঘুরে দেখলেন বনগাঁর পুর চেয়ারম্যান
    বর্তমান | ২৭ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, বনগাঁ: শুক্রবার বনগাঁয় কিষান বাজারের পরিকাঠামো পরিদর্শন করলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। এদিন সকালে পুর কর্মীদের নিয়ে বাজারে আসেন তিনি। ঘুরে দেখেন বাজারের চারপাশ। কথা বলেন চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে। কিছুদিন ধরেই চাষিরা অভিযোগ করছিলেন, বাজারের মূল গেটে যানজটের ফলে সঠিক সময় তাঁরা পৌঁছতে পারছিলেন না। দেরি হয়ে যাওয়ায় ফসলের দাম ঠিকঠাক পাওয়া যাচ্ছে না বলে তাঁদের অভিযোগ। এদিন এই অভিযোগ শোনার পর চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, চাষি ও ব্যবসায়ীরা একটি বিকল্প রাস্তার দাবি জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বনগাঁর কিষান বাজারে থেকে নানা সময় দালাল চক্রের অভিযোগ পাওয়া যাচ্ছে। অভিযোগ, দালালরা পরিকল্পিতভাবে বাজারের গেটের সামনের অংশ জ্যাম করে রাখছে। বিষয়গুলি এদিন খতিয়ে দেখা হয়েছে। পাশাপাশি হাটের দিনগুলিতে বাগদা সড়কে ব্যাপক যানজট হচ্ছে। আটকে যাচ্ছে অ্যাম্বুলেন্স। এদিন যানজট মোকাবিলায় কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)