আজকাল ওয়েবডেস্ক: বামফ্রন্ট জমানার কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরি প্রয়াত। ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। চিকিৎসাধীন ছিলেন এসএসকেএমে। শনিবার সকাল সাতটা নাগাদ সেখানেই মারা যান তিনি। বয়স হয়েছিল ৮৩ বছর। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে।
বেশ কয়েকবছর আগেই ক্যানসারে আক্রান্ত হন রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসএসকেএমে বিশ্বনাথের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছিলেন। এরপর ১৬ জুলাই এসএসকেএমে ভর্তি করানো হয় প্রাক্তন মন্ত্রীকে। শনিবার সকালে তিনি মারা যান। জানা গেছে, বিশ্বনাথের মরদেহ বালুরঘাটে নিয়ে যাওয়া হবে। সেখানেই হবে শেষকৃত্য।