প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী, অর্ধদিবস ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর
এই সময় | ২৭ জুলাই ২০২৪
প্রয়াত রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। শনিবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। বিশ্বনাথ চৌধুরীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছেন তিনি।বিশ্বনাথ চৌধুরী টানা সাত বার আরএসপির টিকিটে জয়ী হয়েছিলেন বালুরঘাট বিধানসভা থেকে। ১৯৭৭ সালে তিনি প্রথম বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। ১৯৮৭ সালে তাঁকে কারা ও সমাজকল্যাণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছিল। ২০১১ সালে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে পর্যন্ত তিনি এই দায়িত্ব সামলেছিলেন। ২০১১ সালে তৃণমূলের শঙ্কর চক্রবর্তী তাঁকে পরাজিত করেন।
কয়েক বছর আগে তাঁর ক্যান্সার ধরা পড়ে। শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু, সেখানে তাঁর চিকিৎসার খরচ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ছিল। কিছুদিন আগে বিশ্বনাথবাবুর অসুস্থতার খবর শুনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছিলেন। গত ১৬ জুলাই তিনি ভর্তি হয়েছিল সেখানে। শনিবার সকালে এসএসকেএম হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর, শনিবার ভোর রাত থেকেই বিশ্বনাথ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এ দিন ভোর ৬ টা ৪০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিশ্বনাথ চৌধুরীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লেখেন, ‘রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর প্রয়াণে আমি দু:খিত। উনি আমার বিরোধী রাজনীতি করলেও, আমাদের সম্পর্ক খুব ভালো ছিল। ওঁনার অসুস্থতার খবর পেয়ে আমরা ওঁনাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছিলাম। কিন্তু কোনো প্রচেষ্টাই কাজে এলো না।এই দু:খের দিনে আমি ওঁনার পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, সহকর্মীদের আমার আন্তরিক সহমর্মিতা জানাই। প্রাক্তন মন্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রাজ্য সরকারি যে যে অফিস, কর্পোরেশন ইত্যাদি খোলা ররেছে সেখানে অর্ধদিবস ছুটি থাকবে।'