আর পাঁচজনের সঙ্গেই পরীক্ষা দিতে বসলেন বিধায়ক! বাগদার মধুপর্ণা একেবারে অন্য রূপে ...
আজকাল | ২৭ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা ছেড়ে হাবড়ার যুব কম্পিউটার সেন্টারে পরীক্ষা দিতে এলেন নবনির্বাচিত বাগদার বিধায়ক। তৃণমূল কংগ্রেসের প্রতীকে উপনির্বাচনে বাগদা কেন্দ্র জয়লাভ করেছেন ঠাকুরনগর ঠাকুরবাড়ির মধুপর্ণা ঠাকুর। তাঁকের এ বার বসতে হল পরীক্ষায়।
পাশাপাশি ঠাকুরবাড়ির আরও এক সদস্য এবং দাদা শান্তনু ঠাকুর ও মতুয়া বাড়ির পারিবারিক দ্বন্দ্ব নিয়ে তিনি জানান, "আগামী দিনে আমি চেষ্টা করব সব দ্বন্দ্ব মিটিয়ে একসঙ্গে চলার।" রাজনীতির সঙ্গে পারিবারিক বিষয়টিকে আলাদা করেই দেখতে চান মধুপর্ণা। সোমবার থেকে নিয়মিত বিধানসভায় যাবেন বাগদার বিধায়ক।