রানাঘাটে জোড়া হত্যাকাণ্ডে ধৃত এক, পুলিশের কাছে এল হাড়হিম করা তথ্য ...
আজকাল | ২৭ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: রানাঘাটে জোড়া হত্যাকাণ্ডে গ্রেপ্তার বাড়িমালিক। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রানাঘাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমন চক্রবর্তী ও তাঁর গাড়ি চালক রূপম দাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ ওঠে। পরিবার সূত্রে খবর, ওই দিন সকাল ১১ টা নাগাদ চালক রূপমকে সঙ্গে নিয়ে সুমন বাড়ি থেকে বেরিয়েছিল। সন্ধেয় রানাঘাট পুরসভার আনুলিয়া পঞ্চায়েতের মনসাতলা এলাকার একটি বাড়ি থেকে ওই দুই যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তাঁদের শরীরের একাধিক জায়গায় ছিল ক্ষতচিহ্ন। মাথায় ছিল গুরুতর আঘাত।
ঘটনার তদন্তে নেমে খুনে জড়িত থাকার অভিযোগে শুক্রবার আটক করা হয় ওই বাড়ির মালিক দীপক স্বর্ণকারকে। জিজ্ঞাসাবাদের পর শনিবার দীপককে গ্রেপ্তার করা হয়। এদিনই দীপককে রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানা গেছে। পুলিশের অনুমান, এই ঘটনায় আরও অনেকে জড়িত আছে। কিন্তু পুলিশকে ভাবাচ্ছে এটাই যে কেন এই খুন? পুরনো ঝামেলা নাকি কোনও শত্রুতা। সব দিক খতিয়ে দেখছে পুলিশ।