• বৈঁচিগ্রাম থেকে ধর্মতলার লেসলি ক্লডিয়াস সরণী, ফুটবল পায়ে তিন কিশোরের কঠিন সফর...
    আজকাল | ২৭ জুলাই ২০২৪
  • মিল্টন সেন: কলকাতা থেকে কয়েক যোজন দূরে পাণ্ডুয়া থানার অন্তর্গত ছোট্ট একটি গ্রাম বৈঁচিগ্রাম। অজ পাড়াগাঁ থেকে কলকাতার ইস্টবেঙ্গল ক্লাবে জায়গা করে নিল তিন কিশোর। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। ফুটবল পায়ে কলকাতার মাঠ দাপিয়ে বেড়াবে বৈঁচিগ্রামের তিন কিশোর চাঁদ, দীপাঞ্জন এবং শিশির। ছোট থেকেই তিনজনের ধ্যানজ্ঞান ছিল ফুটবল। বড় হয়ে ওঠার সঙ্গে ছেলেবেলার সেই আগ্রহ ধীরে ধীরে প্রতিভায় রূপান্তরিত হতে থাকলো। তিন কিশোরকে তাঁদের স্বপ্নের দোরগোড়ায় পৌঁছে দিল পুলিশ কাকুর সহযোগিতা এবং ফুটবলার অমিতাভ দাসের কোচিং।

    ছবি: পার্থ রাহা
  • Link to this news (আজকাল)