সোনাতেই শ্রীবৃদ্ধি, দেখে নিন কলকাতায় সোনার বাজারদর
আজকাল | ২৭ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: সঞ্চয় হোক বা অলঙ্কার। সোনা বাঙালি জীবনের সঙ্গে নানাদিক থেকেই জড়িয়ে রয়েছে। তাই কেনার সামর্থ থাকুক বা না থাকুক সোনার দাম বাড়লে যেমন সকলের কপালে ভাঁজ পড়ে যায় তেমনি দাম কমলে কেনার ইচ্ছা সকলের মধ্যেই থাকে। হলুদ এই ধাতুর চাহিদা সৃষ্টির প্রথম দিন থেকেই তুঙ্গে। রাজা মহারাজা থেকে শুরু করে তার আনুগত্যরা, সকলেই সোনাকে নিজেদের আভিজাত্যের একটি দিক হিসাবে দেখেছেন।
২৪ ক্যারটের ১ গ্রাম সোনার দাম ৬ হাজার ৯৯১ টাকা। ২৪ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম ৬৯ হাজার ৯০৭ টাকা। অন্যদিকে ২২ ক্যারটের ১ গ্রাম সোনার দাম ৬ হাজার ৪০৩ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম ৬৪ হাজার ৩৪ টাকা। তাহলে দেখাই যাচ্ছে সোনার দাম কলকাতায় কতটা। এবার আর সময় নষ্ট না করে দ্রুত সোনাকে ঘরে নিয়ে আসুন। তাতেই ঘটবে শ্রীবৃদ্ধি।