কলকাতা থেকে উঠে যাবে ট্রাম? হাইকোর্টে পরিবহণ দপ্তর
আজকাল | ২৭ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: শহর কলকাতার রাস্তায় ট্রাম চালানো নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে পরিবহণ দপ্তর। জানা গিয়েছে, শুধুমাত্র এসপ্ল্যানেড থেকে খিদিরপুরের মধ্যে ট্রাম চালানোর পরামর্শ দেওয়া হয়েছে রাজ্য পরিবহণ দপ্তরের তরফে। ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের তরফে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল। শহরে ট্রাম পরিষেবা চালু রাখার দাবিতে এই মামলা করা হয়। সেই মামলায় রাজ্যের সিদ্ধান্ত জানতে চায় আদালত। তাতেই এই কথা জানানো হয়েছে পরিবহণ দপ্তরের তরফে। বর্তমানে কলকাতায় তিনটি রুটে ট্রাম চলে।
পরিবহণ দপ্তরের দাবি, যে তিনটি রুটে বর্তমানে ট্রাম চলে সেই রুট শহর কলকাতার ব্যস্ত রাস্তা। ট্রাম চলার কারণে বিভিন্ন সময় ট্রাফিক জ্যাম লেগে যায়। প্রচুর পরিমাণে পুলিশকর্মীকে নিরাপত্তায় রাখতে হয়। মূলত কলকাতাকে আরও গতিশীল করে তুলতেই এই সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দপ্তর। খিদিরপুর এবং এসপ্ল্যানেডের মধ্যে বন্ধ থাকা রুটটিকে পুনরায় চালু করে সেখানে জয় রাইড হিসেবে ট্রাম চালালেও ঐতিহ্যও বজায় রাখা যাবে বলে দাবি পরিবহণ দপ্তরের।