• 'বাংলার মাথা নত হতে দিইনি', কেন্দ্রের দাবি উড়িয়ে পাল্টা সরব মমতা
    এই সময় | ২৭ জুলাই ২০২৪
  • পাঁচ মিনিটের মাথায় বন্ধ করে দেওয়া হয় মাইক, শনিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগ বৈঠক থেকে ওয়াক আউট করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। মাইক বন্ধ করে তাঁকে অপমান করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এরপরেই কেন্দ্রের তরফে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) দাবি করে, মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে নিজের বক্তব্য রাখার সময় পেয়েছিলেন। ঘড়িতে 'সময় শেষ' বলে দেখানো হয়েছিল। তাঁকে সতর্ক করার জন্য কোনও ঘণ্টা বাজানো হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি খারিজ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও।এবার কেন্দ্রের এই বক্তব্যের পাল্টা সরব মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কলকাতা বিমানবন্দরে নেমে তিনি দাবি করেছেন, এখন মুখ বাঁচানোর জন্য এই সমস্ত কথা বলছে নরেন্দ্র মোদী সরকার। বার বার বেল দিয়ে তাঁকে থামতে বলা হয়েছে। নিজেদের ভুলটা সেই সময় বুঝলে মুখ বাঁচানোর জন্য এই বক্তব্য বলতে হত না। অর্থাৎ কেন্দ্রের দাবি উড়িয়ে দিয়েছেন তিনি।

    শনিবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত নীতি আয়োগের বৈঠকে বিরোধী মুখ্যমন্ত্রী হিসেবে একমাত্র যোগদান করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, পাঁচ মিনিটের বেশি তাঁকে বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বাংলার মুখ্যমন্ত্রী। আর সেই কারণেই বৈঠক থেকে ওয়াক আউট করেন তিনি।

    মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরে বলেন, 'আমার আগে চন্দ্রবাবু নাইডু বলেছেন ২০ মিনিট। অসম, ছত্তিশগড়, অরুণাচল, গোয়ার মুখ্যমন্ত্রীরা কেউ ১৫, ১৬, ১৭ বা ২০ মিনিট বলেছেন। কিন্তু, আমার বক্তব্য যেই ৫ মিনিটে পড়তে যাবে সেই সময় বেল দিতে থাকল।' তবে 'অন রেকর্ড' তিনি ইন্দো-ভুটান রিভার কমিশনের কথা বলেছেন বলে জানান মমতা।

    তাঁর কথায়, 'আমি একমাত্র বিরোধী মুখ্যমন্ত্রী গিয়েছিলাম। ওদের উচিত ছিল আমাকে এক ঘণ্টা বক্তব্য রাখতে দেওয়ার। বক্তব্যের শুরুতে রাজনাথ সিং বলেছিলেন ৫ থেকে ৭ মিনিট সময়। কিন্তু, আমাকে সাত মিনিট সময় দেওয়া হয়নি। আর কিছুটা সময় দিলে বাকি বক্তব্যটাও জানাতে পারতাম। আমি বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। বাংলার মাথা নত হতে দিইনি।'

    যদিও নির্মলা সীতারামন দাবি করেছিলেন, প্রত্যেক মুখ্যমন্ত্রীকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল। তাঁদের সামনে টেবিলে সেই সময় দেখানো হচ্ছিল। নির্মলার মন্তব্যে পাল্টা ফুঁসে উঠেছেন মমতা। তিনি বলেন, 'শাক দিয়ে মাছ ঢাকা যায় না। বারবার বেল দিয়ে বলছে স্টপ ইট। আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি। এটা কি অপমানজনক নয়! এখন মিথ্যে কথা বলছে। নিজেদের ভুলটা বুঝলে এটা করত না।'
  • Link to this news (এই সময়)