সদ্যোজাতকে বিক্রির অভিযোগ ১০ সন্তানের বাবার বিরুদ্ধে
হিন্দুস্তান টাইমস | ২৭ জুলাই ২০২৪
একের পর এক সদ্যোজাত বিক্রির অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের এক দম্পতির বিরুদ্ধে। অভিযুক্ত প্রশান্ত চক্রবর্তী ও ঝুমা চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ, এক এক করে অন্তত ৪টি সদ্যোজাত সন্তানকে বিক্রি করে দিয়েছেন তাঁরা। থানায় এই অভিযোগ জানিয়েছেন দম্পতির ভাইপো।
অভিযোগকারীর দাবি, খণ্ডঘোষের শাঁখারি গ্রামের বাসিন্দা তাঁর কাকা প্রশান্ত চক্রবর্তীর অন্তত ১২টি সন্তান রয়েছে। তার মধ্যে ১টি সন্তানের মৃত্যু হয়েছে। ১১টি সন্তানের মধ্যে অন্তত ৪ জনকে বিভিন্ন জায়গায় বিক্রি করে দিয়েছেন তাঁর কাকা। শুক্রবারও ১১ দিনের একটি শিশুকন্যাকে বিক্রি করে দিয়েছেন তাঁরা।
অভিযোগ অস্বীকার করে প্রশান্তবাবু বলেন, আমার ৭টি সন্তান। তাদের নিয়ে আমি আর্থিক অনটনে ভুগছি। তার পর ফের সন্তান হওয়ায় তার ভালোর জন্যই এক দম্পতির হাতে তুলে দিয়েছি। এর আগেও একটি সন্তানকে আমি এক পরিবারের হাতে তুলে দিই। তার সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। আর্থিক লেনদেনের অভিযোগ সত্যি নয়।
যদিও গ্রামের বাসিন্দা এক মহিলা বলেন, বছর দুয়েক আগে আমার বোন ওদের কাছ থেকে একটি শিশুকে নেয়। সেজন্য ৫০ হাজার টাকা দাবি করেছিল। কিন্তু দিন সাতেকের মধ্যে পুলিশ এসে শিশুটিকে নিয়ে চলে যায়।
এই ঘটনায় পুলিশ ও বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছেন প্রশান্তবাবুর ভাইপো। তিনি বলেন, কাকার কাণ্ডে গ্রামে মুখ দেখাতে পারি না। বছর বছর ওদের বাচ্চা হয়। তার পর শুনি সেই বাচ্চা বিক্রি করে দিয়েছে। গতবারও পুলিশকে জানিয়েছিলাম। এবার ফের জানিয়েছি। এসব বন্ধ হওয়া দরকার।