• ফের কি বাড়তে পারে সোনার দাম! কী সম্পর্ক রয়েছে আমেরিকার নতুন প্রেসিডেন্টের সঙ্গে এদেশের সোনার বাজারের? ...
    আজকাল | ২৮ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সোনা কিনবেন ভাবছেন? কিন্তু কিন্তু করছেন? দাম তো কমেছে। তারপরও দেরি করছেন? ইচ্ছে থাকলে চট করে কিনে ফেলতে পারেন। অন্তত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগেই‌। কারণ, নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আসার পর বাড়তে বা কমতে পারে 'ডলার'-এর দাম। ফলে থেকে যায় একটা ঝুঁকি। এটাই জানাচ্ছেন বউ বাজারের স্বর্ণ ব্যবসায়ীরা। তাঁদের কথায়, আন্তর্জাতিক বাজারে সোনা কেনাবেচা হয় ডলারে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের পর যদি ডলারের দাম বেড়ে যায় তবে প্রভাব পড়বে ভারতের বাজারেও। 

    রাজ্য স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি সমর দে বলেন, 'যে কোনও জিনিসেরই মূল্য আন্তর্জাতিক বাজারে দাম ওঠানামার ওপর অনেকটা নির্ভর করে। আন্তর্জাতিক ক্ষেত্রে ডলারের মাধ্যমে কেনাবেচা হয় তাই ডলারের দাম যদি বেড়ে যায় তাহলে অবশ্যই তার প্রভাব সোনার ওপর পড়বে। যেহেতু আমেরিকার প্রেসিডেন্টের সিদ্ধান্তের ওপর ডলারের দামটা অনেকটাই নির্ভর করে তাই নতুন প্রেসিডেন্ট আসার পর যদি ডলারের দাম বেড়ে যায় তবে অবশ্যই সোনার দামও বাড়বে।' 

    কেন বাড়বে সে প্রসঙ্গে সমর বলেন, 'ভারতে যা সোনা পাওয়া যায় সেটা চাহিদার তুলনায় কিছুই নয়। বাজারে যোগান দিতে সোনা আসে আফ্রিকা, আমেরিকা-সহ আরব দেশগুলি থেকে। যা পুরোটাই ডলারের মাধ্যমে কেনাবেচা হয়। এই জন্যই দামের হেরফের হতে পারে।' তবে কেন্দ্রীয় বাজেটে দাম কমার পর সোনার দাম গ্রামপিছু প্রায় ৫০০০ টাকা কমেছে। যার জন্য বাজারে ভিড়ও বেড়েছে বলে জানিয়েছেন সমর। তাঁর কথায়, এর ফলে ক্রেতারা যেমন আগের তুলনায় কম দামে সোনা কিনতে পারছেন তেমনি এই শিল্পের কারিগরদেরও কাজ বেড়েছে।‌
  • Link to this news (আজকাল)