গৌরীশঙ্করের পথে হেঁটে কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে আরও একধাপ এগোলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র ...
আজকাল | ২৮ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক : মুর্শিদাবাদ জেলার বিজেপি নেতৃত্বের মধ্যে ক্রমেই জোরালো হচ্ছে এই জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি। মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের পর এবার বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র (কাঞ্চন)আরও একধাপ এগিয়ে মুর্শিদাবাদ-মালদা -দক্ষিণ দিনাজপুর এবং নদিয়া জেলার কিছুটা অংশকে জুড়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুললেন।
তিনি বলেন," নিশিকান্ত দুবে এবং গৌরীশঙ্কর ঘোষ যে দাবী তুলেছেন আমি সেই দাবি সম্পূর্ণ সমর্থন করি। গত ৫০ বছরের মধ্যে এই জেলাগুলোর জনবিন্যাস ব্যাপকভাবে পাল্টে গেছে। মুর্শিদাবাদ জেলাতে কিছু বিধানসভা রয়েছে যেখানে ২০-৩০ বছর আগেও সনাতনীদের বাড়িঘর ছিল। কিন্তু এখন তারা সেখান থেকে বাড়িঘর বিক্রি করে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন।"