বেআইনি দখলকারি বরদাস্ত নয়, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক দোকান, চন্দননগরে অব্যাহত উচ্ছেদ অভিযান ...
আজকাল | ২৮ জুলাই ২০২৪
মিল্টন সেন, হুগলি: কোনও রকমের বেআইনি দখলদারি বরদাস্ত করা হচ্ছে না। সরকারি জায়গায় যা কিছুই বেআইনি নজরে পড়ছে, সবই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এভাবেই উচ্ছেদ অভিযান অব্যাহত রাখা হয়েছে চন্দননগরে। উচ্ছেদ অভিযানে রেয়াত করা হচ্ছে না শাসক দলের দলীয় কার্যালয়কেও। প্রয়োজনে ইলেকট্রিক করাত ব্যবহার করে কেটে উড়িয়ে ফেলা হচ্ছে ছোট বড় টিনের শেড।
এদিন চন্দননগর কর্পোরেশনের এলাকার তালডাঙ্গার বোড় দিঘির ধার এলাকায় দখল মুক্তের কাজে নামে কর্পোরেশনের পিডব্লিউডি বিভাগ। সরকারি জমিতে থাকা পাকা নির্মাণ থেকে শুরু করে টিনের শেড, কংক্রিট যাবতীয় ভেঙে দেওয়া হয়। হাতুরি দিয়ে মেরে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বেআইনি কংক্রিটের স্লাব। চন্দননগর পুরনিগমের তরফে জারি থাকা এই উচ্ছেদ অভিযানে কোনও প্রকারভেদ নজরে পড়েনি। ফলে কোনও রাজনৈতিক দোষারোপ বা পক্ষপাতের অবকাশ থাকেনি। কারণ উচ্ছেদ অভিযানের শুরুতেই উর্দিবাজার এলাকায় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। কর্পোরেশনের তরফে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার আশীষ ভৌমিক দাবি করেন, ফুটপাত দখল মুক্ত করার কাজ চলছে। পুরনিগমের সর্বত্রই এই কাজ চালানো হবে। পুর প্রশাসনের নির্দেশে অস্থায়ী দখল সরানো হচ্ছে। রাস্তা পরিষ্কার জন্য এই কাজ চলছে। ছবি পার্থ রাহা।