২০ বছরের তরুণীর শরীর জুড়ে শুধু ছুরির কোপ, নৃশংস হত্যাকাণ্ড মুম্বইয়ে...
আজকাল | ২৮ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: হাড়হিম করা হত্যাকাণ্ড মুম্বইয়ে। ২০ বছরের তরুণীকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে তাঁর প্রেমিকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, খুনের পর ওই তরুণীর দেহ নভি মুম্বই এলাকার একটি রেল স্টেশনের পাশে একটি ঝোপে ফেলে রেখে গিয়েছিল খুনি। নভি মুম্বইয়ের ডিসিপি জানিয়েছেন, রাত দুটোর দিকে পুলিশের কাছে একটি ফোন আসে। সেই ফোনে বলা হয়, উরান স্টেশনের কাছে একটি ঝোপের মধ্যে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রেমঘটিত কারণেই ওই তরুণীকে খুন করা হয়েছে। মূল অভিযুক্ত মেয়েটির প্রেমিকও বর্তমানে নিখোঁজ। তাঁকেই ঘটনায় অন্যতম সন্দেহভাজন হিসেবে ধরে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই, অভিযুক্তের খোঁজে পুলিশের পাঁচটি দল খোঁজ চালাচ্ছে।