• বাংলার এই গ্রামে এখনও ভরসা প্রদীপ ও কুপি, অদ্ভূত কারণে আধাঁরে ডুবে মালদার কাজলদিহি বাগানপাড়া...
    আজকাল | ২৮ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিদ্যুতের আলো আজও পৌঁছয়নি এই এলাকার ঘরে ঘরে। ভরসা বলতে প্রদীপের টিমটিমে আলো। ঘটনাস্থল মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের কাজলদিঘি বাগানপাড়া। আজও প্রদীপ বা কুপির আলোতে কাজ সারেন এখানকার ১৯টি পরিবার। তাঁদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের কাছে টাকা জমা করার পরে কেটে গিয়েছে অনেকদিন। তারপরও আসেনি বিদ্যুৎ সংযোগ। অথচ বছর বছর ভোটের আগে এসে নেতারা প্রতিশ্রুতি দেন, এবারই এসে যাবে বিদ্যুৎ। কিন্তু তারপর আর কিছু এগোয় না। 

    জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, বিষয়টি জানা ছিল না। তাঁরা নিজেরাই দলগতভাবে বিদ্যুৎ দপ্তরকে বিষয়টি জানাবেন। কেন আসছে না বিদ্যুৎ? উত্তরে মালদা বিদ্যুৎ দপ্তরের আধিকারিক শঙ্খদীপ ভট্টাচার্য বলেন, ওই এলাকায় বিদ্যুতের তার নিয়ে যেতে জমি সমস্যা তৈরি হয়েছে। জমি মালিকরা তাঁদের জমি ব্যবহার করতে দিতে চাইছেন না। সেজন্যই এই বিদ্যুৎ সংযোগ দেওয়া যাচ্ছে না। তাঁর আশা, দ্রুত সমস্যা সমাধানে হয়ে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়া হবে।
  • Link to this news (আজকাল)