সোমবারেও বাতিল মৈত্রী এক্সপ্রেস, টিকিটের অর্থ কি ফেরত পাবেন যাত্রীরা? ...
আজকাল | ২৮ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ধীরে ধীরে স্বাভাবিকের পথে বাংলাদেশ। তবে এখনও পুরোপুরি স্বাভাবিক হল না রেল পরিষেবা। শনিবার মৈত্রী এক্সপ্রেস বাতিল করা হয়েছে, তা আগেই ঘোষণা করা হয়েছিল। আজ ভারতীয় রেলের তরফে ঘোষণা করা হয়েছে, সোমবার, ২৯ জুলাইয়েও কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকবে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশ। গত ১৯ জুলাই থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এমনকী ঢাকার মধ্যেও ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। চলতি সপ্তাহে বৃহস্পতিবার থেকে বাংলাদেশে কয়েকটি যাত্রিবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে রেল পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। কবে স্বাভাবিক হবে, মৈত্রী এক্সপ্রেস ফের কবে চালু করা হবে, তার ইঙ্গিতও মেলেনি।