• বিরাট খবর! লাফিয়ে বাড়তে চলেছে মদের দাম, স্বাধীনতা দিবসের আগেই কি মূল্যবৃদ্ধি? দেখুন...
    আজকাল | ২৮ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : পুজোর আগেই বাড়তে চলেছে মদের দাম। পুজোর আগেই মাথায় হাত পড়তে চলেছে সুরাপ্রেমীদের। ইন্ডিয়া মেড ফরেন লিকার এবং বিদেশে তৈরি মদের দাম গড়ে ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে পশ্চিমবঙ্গে। অগাস্ট মাস থেকেই কার্যকর হতে পারে এই দাম। দেশি মদের দাম বোতল পিছু বাড়তে পারে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। প্রতি বছরই বাজেটের পর নেশার সামগ্রীর দাম বাড়ে। চলতি বছরের বাজেটে দাম বাড়ছে সিগারেটের। আবগারি দপ্তর সূত্রে খবর, এবার দেশে তৈরি বিদেশি মদ ও বিয়ারের দাম বাড়াতে চেয়ে আবগারি দপ্তরের দ্বারস্থ হয়েছে মদ প্রস্তুতকারক সংস্থাগুলি। যদিও আবেদনে এখনও সাড়া মেলেনি । অন্যদিকে, মদের উপর শুল্ক বাড়াতে চাইছে আবগারি দপ্তর। 

    গত অর্থবর্ষে মদ বেঁচে রেকর্ড আয় করেছিল রাজ্য। পরিসংখ্যান বলছে, ২০২১ - ২২ আর্থিক বছরে ১৮ হাজার কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। কর আদায় হয়েছিল ১১ হাজার কোটির মত। ২০২২ সালে তা বেড়ে ২১ হাজার কোটি টাকার মদ বিক্রি করেছিল রাজ্য সরকার। তার থেকে কর আদায় হয়েছিল প্রায় ১৫ হাজার কোটি টাকা। ২০২৩ - ২৪ আর্থিক বছরে আয় বেড়ে হয় ২৩ হাজার কোটি টাকা। কর আদায় হয়েছে ১৭ হাজার কোটি টাকা।
  • Link to this news (আজকাল)