• বনগাঁ লোকালে সিটের নিচ থেকে একটানা ‘হিস হিস’ শব্দ! ব্যাগ খুলতেই চক্ষু ছানাবড়া
    প্রতিদিন | ২৮ জুলাই ২০২৪
  • সুব্রত বিশ্বাস: সিটের নিচে রাখা দুটি নাইলনের ব‌্যাগ থেকে ক্রমাগত হিস হিস শব্দ! সেই শব্দ আর ব্য়াগের নড়াচড়া দেখে আতঙ্কিত হয়ে পড়েন বনগাঁ-রানাঘাট লোকালের যাত্রীরা। তড়িঘড়ি জিআরপি ছুটে এসে ব্যাগ দুটি উদ্ধার করে। সেই ব্যাগ খুলতেই চক্ষু ছানাবড়া!

    শুক্রবার রাতে পৌনে আটটা নাগাদ রানাঘাট লোকাল বনগাঁ ছাড়ার আগেই এই পরিস্থিতির মুখে পড়েন যাত্রীরা। হইচই শুরু করে দেন। খবর পেয়েই ছুটে আসে জিআরপি। ব‌্যাগ দুটিকে তড়িঘড়ি নামিয়ে নেওয়া হয়। ব্যাগ খুলতেই হুড়মুড়িয়ে বেরিয়ে আসে নটি গোসাপ। সেই সরীসৃপগুলিকে উদ্ধার করে বনদপ্তরকে খবর দেয় জিআরপি। থানার ওসি নয়ন মৈত্র জানান, কোনও দাবিদার না থাকায় গ্রেপ্তার করা যায়নি কাউকে।

    গোসাপগুলি পারমাদন এসএফ রেঞ্জের কর্মীদের হেফাজতে দেওয়া হয়েছে। বনকর্মীদের অনুমান, বনগাঁ বা আশপাশ থেকে সেগুলিকে ধরে রানাঘাট হয়ে উত্তরবঙ্গের ট্রেনে পাচারের পরিকল্পনা করেছিল পাচারকারীরা। গোসাপের চামড়ার চাহিদা থাকায় এই গোসাপ এখন প্রায় বিলুপ্তির পথে।
  • Link to this news (প্রতিদিন)