পরীক্ষায় ফেল করেও দক্ষিণ দমদম পুরসভায় চাকরি পান ২৯ জন প্রার্থী
এই সময় | ২৮ জুলাই ২০২৪
এই সময়: বছর চারেক আগে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে একইসঙ্গে ২৯ জনকে নিয়োগ করেছিল দক্ষিণ দমদম পুরসভা। এরমধ্যে গ্রুপ ডি পদে নিয়োগপত্র পেয়েছিলেন ২৭ জন। এদের প্রত্যেকেই ৫৫ নম্বর পেলেও মৌখিক পরীক্ষায় ফেল করেছিলেন সকলে। গ্রুপ সি পদেও ঘটেছিল একই ঘটনা।প্রতিটি নিয়োগপত্রে সেই সময়ে যিনি চেয়ারম্যান ছিলেন, সেই পাচু রায়ের সই রয়েছে বলে জানালো সিবিআই। বিশেষ আদালতে ৩২ পাতার যে চার্জশিট কেন্দ্রীয় সংস্থা জমা করেছে তাতে দাবি করা হয়েছে, নিয়োগের পরীক্ষা শুধু নয়, যে প্রশ্ন তৈরি হয়েছিল তাতেও বিস্তর গরমিল ছিল।
ঘটনা হলো, যে সংস্থাকে ওই পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল তার কর্ণধার অয়ন শীলকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর পুজোর আগে গ্রেপ্তার করেছিল ইডি। পরবর্তীতে তাঁকে হেফাজতে নেয় সিবিআই। যদিও নিয়োগের ক্ষেত্রে কোনও কারচুপি হয়নি বলে শনিবার দাবি করেছেন পাচু।
সংবাদমাধ্যমকে তিনি বলেন,' যাবতীয় নিয়ম মেনে সরকারের অনুমোদন প্রাপ্ত বোর্ড নিয়োগের পরীক্ষা নিয়েছিল। সেটা বেআইনি কি না, তা আদালত জানাবে।' এদিকে, সিবিআইয়ের চার্জশিট প্রসঙ্গে এদিন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন।
পুরমন্ত্রীর বক্তব্য, 'কেন্দ্রীয় সরকার পরিচালিত পরীক্ষায় যে দুর্নীতি হয়েছে সে সবের তদন্তে তো এত সক্রিয়তা চোখে পড়ে না। আসলে মানুষকে বিভ্রান্ত করতে নানা কথা বলা হচ্ছে।'