স্কুলে মাত্র একজন শিক্ষক, নিজেদের ক্লাস শেষ হলেই উঁচু ক্লাসের পড়ুয়ারা যায় নিচু ক্লাসে পড়াতে!...
আজকাল | ২৮ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: মাত্র একজন শিক্ষক। তাই নিজেদের ক্লাস শেষ হওয়ার পরেই ছাত্ররা ছুটছে নিচুতলার ক্লাস নিতে। এরকমই অবস্থা মালদহের একটি স্কুলে। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাংনদিয়া বাংরুয়া মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের।
প্রধান শিক্ষক জানিয়েছেন, তিনি শিক্ষক চেয়ে ব্লক, জেলা ও রাজ্যে আবেদন করলেও সুরাহা হয়নি। স্থানীয় বাসিন্দা হাসিনা বিবি-সহ অন্যরা জানিয়েছেন, গ্রামে স্কুল তৈরি হওয়ার পর খুব আনন্দ পেয়েছিলেন। কিন্তু এখন ছাত্র থাকলেও শিক্ষক নেই। এভাবে হয়তো একদিন শিক্ষক শূন্য হয়ে পড়বে স্কুল। তখন?