দুর্ঘটনায় গুরুতর আহত এক পুলিশ ইন্সপেক্টর। রবিবার ঘটনাটি ঘটেছে কলকাতার রেডরোডে। আহত ওই পুলিশ ইন্সপেক্টরের নাম সন্তোষ রায়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে ছড়িয়েছে চাঞ্চল্য।পুলিশ সূত্রে খবর, এদিন বেলা ১টা নাগাদ সন্তোষ রায় নামে ওই ইন্সপেক্টরকে ধাক্কা মারে একটি বাস। যার জেরে গুরুতর আহত হন তিনি। এরপর তাঁকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কলকাতা পুলিশের ওয়্যারলেস ব্র্যাঞ্চে কর্মরত ছিলেন তিনি। ১৯৯৬ সালে ব্যাচের অফিসার তিনি। রিপন স্ট্রিটে তাঁর অফিস। যে বাসটি তাঁকে ধাক্কা মেরেছে, সেটিকে খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। ছুটির দিনে এক পুলিশ ইন্সপেক্টরের এভাবে বাসের ধাক্কায় আহত হওয়ার ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগে ডিউটি করে বাড়ি ফেরার সময় হুগলিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক পুলিশ কর্মীর। মৃত ওই পুলিশ কর্মীর নাম কৃষ্ণচন্দ্র মালিক (৫৫)। তিনি চন্দননগর কমিশনারেটের ট্রাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন বলে জানা যায়। উত্তরপাড়া ট্রাফিকে পোস্টিং ছিল কৃষ্ণচন্দ্র মালিকের।
গত ২১ জুলাই অনেক রাত পর্যন্ত ডিউটি করে বাইক চালিয়ে হুগলির দাদপুরে নিজের বাড়িতেই ফিরছিলেন কৃষ্ণচন্দ্র। পোলবা থানার সুগন্ধার গোটু ফুটবল মাঠের কাছে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রাস্তার পাশে হাইড্রেন তৈরির জন্য স্টোনচিপ জড়ো করে রাখা ছিল। সেই স্টোনচিপে ধাক্কা লেগেই নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়েন কৃষ্ণচন্দ্র। তড়িঘড়ি উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।