দুপুর ১২টা ১২ মিনিটের ডায়মন্ড হারবার লোকালের চাকা থেকে আগুনের ফুলকি। এই মুহূর্তে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে সুভাষগ্রাম স্টেশনে। প্ল্যাটফর্মের যাত্রীরাই প্রথমে চাকা থেকে আগুনের ফুলকি দেখতে পান। তাঁরাই চিৎকার করে এই নিয়ে সতর্ক করেন। এই মুহূর্তে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার, নামখানা ও কাকদ্বীপগামী ট্রেন চলাচল বন্ধ। ঠিক কী কারণে আগুনের ফুলকি বার হচ্ছে? তা খতিয়ে দেখা হচ্ছে বলে রেল সূত্রে খবর।ঠিক কী ঘটেছে?
যাত্রীরা জানাচ্ছেন, সুভাষগ্রাম প্ল্যাটফর্মে থাকা কয়েকজন যাত্রী ট্রেনটি থেকে আগুনের ফুলকি বার হতে দেখেন। সেই সময়ই তাঁরা বিষয়টি নিয়ে সচেতন করেন। তারপর থেকেই ট্রেনটি সুভাষগ্রাম স্টেশনে দাঁড়িয়ে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে ট্রেনটি আর এগোয়নি। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের ইঞ্জিনিয়ররা। কী কারণে এই আগুন? তা খতিয়ে দেখা হচ্ছে।
পূর্ব রেল সূত্রে খবর, ব্রেক বাইন্ডিংয়ের জন্য এই ঘটনা ঘটেছে। যেহেতু সুভাষগ্রামে ডায়মন্ড হারবার লোকালটি আটকে তাই তার পেছনের কয়েকটি ট্রেনও বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে। চরম ভোগান্তিতে সংশ্লিষ্ট রুটের যাত্রীরা। সুভাষগ্রাম স্টেশনে আটকে পড়া ডায়মন্ড হারবার লোকালের এক যাত্রী বলেন, ‘সুভাষগ্রাম স্টেশনে হঠাৎ শুনতে পেলাম ট্রেনটিতে আগুন ধরেছে। অনেকেই ট্রেন থেকে নেমে গিয়েছেন। আমরা এখনও আটকে রয়েছি। খুবই অসুবিধার মুখে পড়েছি।’
ট্রেনের অপর যাত্রী বলেন, ‘এখানে বেশ কিছুক্ষণ ট্রেন থমকে। কখন ছাড়বে বুঝতে পারছি না। বেশ সমস্যায় পড়েছি।’ কখন স্বাভাবিক হবে পরিষেবা? তা নিয়ে উঠছে প্রশ্ন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে।