আজকাল ওয়েবডেস্ক : প্রায় ১০ লক্ষ টাকার হেরোইন সহ এক যুবককে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভবানীপুর বিএড কলেজের কাছ থেকে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম নূর সেলিম শেখ (২২)। তার বাড়ি লালগোলা থানার নলডহরি-নতুনগ্রাম এলাকায়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে -উদ্ধার হওয়া ওই হেরোইনের মূল্য আন্তর্জাতিক বাজারে প্রায় ১০ লক্ষ টাকা। ধৃত যুবক কোথা থেকে এত পরিমাণ হেরোইন পেল এবং কার হাতে তুলে দেওয়ার জন্য যাচ্ছিল তা তদন্ত করে দেখছে পুলিশ।