• ডায়মন্ড হারবার লোকালে আগুন-আতঙ্ক, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন যাত্রীরা ...
    আজকাল | ২৮ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রবিবার সকালে ডায়মন্ড হারবার লোকালে আগুন-আতঙ্ক। আগুনের ফুলকি দেখে ট্রেন থামাতে বলেন স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা। সুভাষগ্রাম স্টেশনে দাঁড়িয়ে যায় ট্রেনটি। এর জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ ছিল কিছুক্ষণের জন্য। রবিবার, ছুটির দিনেও ভোগান্তি পোহাতে হল যাত্রীদের।

    রবিবার শিয়ালদহ থেকে রওনা হওয়ার পর বেলা ১২টা ১২ মিনিট নাগাদ সুভাষগ্রামে পৌঁছয় ডায়মন্ড হারবারগামী লোকাল ট্রেনটি। ওই ট্রেনের চাকার উপরে আগুনের ফুলকি দেখতে পান স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা। তাঁরাই চিৎকার করে ট্রেনটি থামাতে বলেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা। প্রাথমিক অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণে রেলের চাকা থেকে আগুনের ফুলকি দেখা যায়। কী কারণে আগুনের ফুলকি বেরোল, তা খতিয়ে দেখা হচ্ছে।

    এর ফলে সুভাষগ্রাম স্টেশনে ট্রেনটি কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকে। শিয়ালদহ থেকে দক্ষিণ শাখার ট্রেন চলাচল ব্যাহত হয়। উল্টো দিকের লাইনে পরিষেবা স্বাভাবিক হলেও, ওই লাইনে পরপর একাধিক ট্রেন থমকে যায়। বর্তমানে যদিও রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
  • Link to this news (আজকাল)