রেশন দোকানের গোডাউন ভেঙে ঢুকে পড়ল দুই হাতি, বাইরে পাহারায় তিন, কিসের টানে জানেন? ...
আজকাল | ২৯ জুলাই ২০২৪
অতীশ সেন, ডুয়ার্স: চাল ও আটার লোভে রেশন দোকানের গোডাউনে হামলা চালাল এক দল বুনো হাতি। শাটার ভেঙে দুটি হাতি ঢুকে পড়ল গোডাউনে, তিনটি হাতি তখন দাঁড়িয়ে বাইরে, যেন তারা পাহারা দিচ্ছে। বাইরে দাঁড়িয়ে থাকা হাতিগুলিকে চাল ও আটার বস্তা ভেতর থেকে বের করেও দিল। এ যেন নিখুঁত ডাকাতির পরিকল্পনা। গ্রামবাসীদের চিৎকার ও হাতি তাড়ানোর সমস্ত চেষ্টাকে অগ্রাহ্য করে প্রায় দুই ঘন্টা ধরে চলল তান্ডব। শেষে বনকর্মীরা পৌঁছনোর পরই জঙ্গলে ফিরল তারা।
স্থানীয় বাসিন্দা রাজু দর্জি জানান, হাতির এই দলটি এর আগেও এসেছিল, তবে শনিবার রাতে দলটি গোডাউনের শাটার ভেঙে ভেতরে ঢুকে পড়ে। হাতিগুলি প্রচুর চাল ও আটা খায় ও নষ্ট করে। বনদপ্তরের কর্মীরা দলটিকে জঙ্গলে তাড়িয়ে দেয়, যদিও তারা রাতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। চাল ও আটার লোভে হাতিগুলি আবারও হামলা চালাতে পারে। তিনি বলেন, তাঁরা যথেষ্ট আতঙ্কে রয়েছেন। হাতির হামলা ঠেকাতে রাতে বনকর্মীদের টহলদারীর প্রয়োজন বলে রাজু বাবু জানান। বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে, রাতে নাগরাকাটা ও বানারহাট ব্লকের বিভিন্ন এলাকায় একই সাথে হাতির হামলার ঘটনা ঘটছে। বনকর্মীরা এমন ঘটনা রোখা ও ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করছেন।