দরিদ্র পরিবারের প্রকাশের ইংরেজি চিঠি ভাইরাল! বাংলা মাধ্যম স্কুলে ঠিক কী হয়েছিল, জানুন আসল সত্য...
আজকাল | ২৯ জুলাই ২০২৪
রিয়া পাত্র
সরকারি বাংলা মাধ্যমে কি ইংরেজি পড়ানো হয় না সত্যি? প্রকাশের ইংরেজি শিক্ষক সিদ্ধার্থ শঙ্কর বিশ্বাস বলছেন এই ধারণা ভ্রান্ত। তৈরি করা। বলছেন, 'আসলে এখন পাশ ফেল নেই, নিয়মের কড়াকড়িতে শাসন ঠিক মতো করা যায় না। ভিত একটু কাঁচা থেকে যায়। একথা ঠিক। কিন্তু তাতে শিক্ষকরা ইংরেজি শেখানোয় খামতি রাখেন না।' প্তকাশদের স্কুলে তিনি রয়েছেন ছ'বছর। জানালেন টেক্সট, গ্রামার, রাইটিংসে জোর দিয়েছেন। নিজের সবটা দেন স্কুল পড়ুয়াদের জন্য। আসলে নিঁখুত বানান-বাক্যগঠনের প্রকাশরা রয়েছে। তাদের প্রকাশ ঘটে না সবসময়।