• সুন্দরবনে ফের রয়্যাল-দর্শন, বিদেশি পর্যটকের ক্যামেরায় ধরা পড়ল দক্ষিণরায়
    প্রতিদিন | ২৯ জুলাই ২০২৪
  • দেবব্রত মণ্ডল, বারুইপুর: সুন্দরবনে বাঘ দর্শন। তাও আবার দক্ষিণরায় ধরা দিল বিদেশি পর্যটকের ক্যামেরায়। সুন্দরবনের দোবাঁকি জঙ্গলে একেবারে দুই সন্তান-সহ দেখা যায় তাকে। রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি তাঁর ক্যামেরায় ধরা পড়ায় বেজায় খুশি ওই পর্যটক।

    গত মঙ্গলবারই বিধানসভায় রাজ্যে বাঘের সংখ্যার পরিসংখ্যান তুলে ধরেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। চার বছর অন্তর বাঘসুমারি হয়। মন্ত্রী বলেন, “২০১০-এ রয়্যাল বেঙ্গল টাইগার ছিল ৭৪ টি। ২০১৪-এ এই সংখ্যা ছিল ৭৬। ২০১৮ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ৮৮। ২০২২ সালে সেই সংখ্যা ১০১।” তাতে বেজায় খুশি বন্যপ্রাণপ্রেমীরা। সুন্দরবনেও খুশির হাওয়া।

    এদিকে, আবার ভরা বর্ষায় সুন্দরবনে চলছে ইলিশ উৎসব। তাতে অংশ নিয়েছেন রাজ্যের পাশাপাশি দেশ-বিদেশের পর্যটকরা। সেখানেই যোগ দিয়েছেন ডানকান চালমার্চ নামে এক বিদেশি পর্যটকও। তিনি ছবি তুলতে বেজায় ভালোবাসেন। দেশ বিদেশে ঘুরে ঘুরে ছবি তোলেন তিনি।

    অস্ট্রেলিয়ার ওই ব্যক্তি সুন্দরবনের দোবাঁকি জঙ্গলে রয়্যাল রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি তোলেন তিনি। বাঘিনীর সঙ্গে দুটি শাবকেরও ছবি তোলেন তিনি। গত শুক্রবার সকালেই বাঘের ছবিটি নজরে আসে সকলের।
  • Link to this news (প্রতিদিন)