সংবাদদাতা, তেহট্ট: একটি অসুস্থ কুকুরের আতঙ্কে পলাশীপাড়ার বেশকিছু এলাকার মানুষ বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন। বৃহস্পতিবার দুপুর থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ২৫জনকে কুকুরটি কামড় দিয়েছে। এর মধ্যে চার শিশু, ছয়জন মহিলা ও দু’জন বৃদ্ধ রয়েছে। স্থানীয়রা কুকুরের আতঙ্কে ছোটদেরও টিউশনে বা খেলতে যেতে দিচ্ছেন না। অনেকে কুকুরের ভয়ে ঘরবন্দি অবস্থায় দিন কাটছে। পলাশীপাড়া পঞ্চায়েতের রুদ্রনগর, ঘোষপাড়া, রামনগর, হালদারপাড়া, পুকুরপাড়া এলাকায় এনিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। কুকুরের কামড় খেয়েছেন আট থেকে আশি-নানা বয়সের মানুষ। গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে বাড়ির ভিতরে ঢুকে আচমকা আক্রমণ করছে কুকুরটি। সাদা-কালো রঙের কুকুরটি খুব একটা বড় নয়। কিন্তু অসুস্থ অবস্থায় যখন তখন লোকজনকে কামড়ে দিচ্ছে।
বৃহস্পতিবার দুপুর থেকেই কুকুরটি পথচারীদের কামড়ে দিতে থাকে। শুক্রবার রুদ্রনগরে অর্জুন ঘোষ নামে এক ব্যক্তিকে কুকুরটি কামড়ে দেয়। তিনি বলেন, আচমকা এসে মুখে, চোখের পাশে কামড়ে দিয়ে পালিয়ে যায়। বাড়ির পাশে আরও পাঁচজনের উপর আক্রমণ করে। স্থানীয় বাসিন্দা শম্পা ঘোষ বলেন, বাড়িতে কাজ করছিলাম। হঠাৎ কুকুরটি এসে কামড়ে দেয়। অপর বাসিন্দা প্রভাত ঘোষ বলেন, এই পরিস্থিতিতে বাড়ির বাচ্চাদের বাইরে বের হতে দিতে ভয় লাগছে। তেহট্ট-২ প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের এক আধিকারিক বলেন, আমাদের কেউ এনিয়ে খবর দেয়নি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।