নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পেনশন প্রাপকদের ক্ষেত্রে বছরে একবার লাইফ সার্টিফিকেট জমা করা বাধ্যতামূলক। এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার জোর দিচ্ছে ডিজিটাল লাইফ সার্টিফিকেটের উপর। আঙুলের ছাপ বা চোখের মণির ছবির পাশাপাশি সাম্প্রতিককালে ফেস অথেন্টিকেশন বা মুখের ছবিকেও ব্যবহার করা হচ্ছে লাইফ সার্টিফিকেটের জন্য। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) চাইছে, পেনশনভোগীরা আরও বেশি করে মুখের ছবির মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা করুন। কারণ, তা অনেক বেশি সহজ এবং বাড়ি বসেই সেই সার্টিফিকেট জমা করা যায়। এই বিষয়ে একটি নতুন একটি নির্দেশিকা জারি করেছে তারা। যাঁদের হাতের আঙুলের ছাপ বা চোখের মণির ছবি এতদিন মিলত না, তাঁরা ‘ফিজিক্যাল’ বা সশরীরে লাইফ সার্টিফিকেট জমা করতেন। কারণ, তাছাড়া তাঁদের অন্য কোনও উপায় ছিল না। এখন যেহেতু ফেস অথেন্টিকেশন সম্ভব হচ্ছে, তাই যাঁরা পুরনো পদ্ধতিতে এতদিন সার্টিফিকেট জমা করে এসেছেন, তাঁরা মুখাবয়বের ছবি মিলিয়ে ডিজিটাল সার্টিফিকেট জমা করবেন। তার জন্য সংশ্লিষ্ট পেনশনভোগীকে সচেতন করতে হবে দপ্তরকেই। নির্দেশিকায় বলা হয়েছে, যেদিন সার্টিফিকেট জমা করার কথা, তার অন্তত দু’মাস আগে এই বিষয়ে সংশ্লিষ্ট পেনশনভোগীকে বিষয়টি সম্পর্কে জানাতে হবে। এসএমএসের মাধ্যমেও তা জানানো যেতে পারে, জানিয়েছে ইপিএফও।