আজকাল ওয়েবডেস্ক: পুরনো দেবোত্তর সম্পত্তি এবং প্রাচীন মূর্তি দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। দম্পতিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের রাণীনগর থানার পুলিশ।
রানীনগর থানার ওই আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম এবং তার স্ত্রী মোজাম্মেল শেখের কাছ থেকে জালিয়াতি করে কীভাবে টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল তার গোটাটাই জানিয়েছেন। আগামীকাল ওই দম্পতিকে আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।