পরকীয়ায় জড়িয়েছে স্ত্রী, জানতে পেরে স্বামী যা করলেন, চমকে যাবেন...
আজকাল | ২৯ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: পরকীয়া সম্পর্কের জের। স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ে দিয়ে দিলেন স্বামী। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের গোবিন্দপল্লি এলাকায়। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা এক বিবাহিত মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল এলাকার এক যুবকের। ওই মহিলার স্বামী বিষয়টি জানতে পেরে যান। এরপর হাতেনাতে ধরার অপেক্ষায় ছিলেন। রবিবার রাতে প্রেমিকের সঙ্গে স্ত্রীকে দেখে ফেলেন ওই যুবক।
এরপর ওই রাতেই স্ত্রী ও তাঁর প্রেমিককে এলাকার এক কালীমন্দিরে নিয়ে যান ওই যুবক। ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। এদিকে, প্রেমিক যুগলকে মন্দিরে নিয়ে যাওয়ার সময় নতুন করে অশান্তি তৈরি হয়। দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। জাতীয় সড়কের উপর মারামারি শুরু হয়ে যায়। যদিও উত্তেজনা কমতে কালী মন্দিরে স্ত্রীর সঙ্গে তাঁর প্রেমিকের বিয়ে দেন স্বামী। এই ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। প্রেমিক যুগল বা স্বামীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।