• স্টেশন পরিষ্কার না থাকলে তো সমালোচনা করেন, জানেন হাওড়া স্টেশন ধোয়ামোছার জন্য কোন জল ব্যবহার করা হয়? ...
    আজকাল | ২৯ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: যাকে বলে মাছের তেলে মাছ ভাজা। বৃষ্টির জল ব্যবহার করেই চলছে রেলের স্টেশন ও ট্রেন ধোয়ামোছার কাজ। এর জন্য এই জল সঞ্চয় করছে রেল। ফলে বেঁচে যাচ্ছে ভুগর্ভস্থ এক বিরাট পরিমাণ জল। 

    পূর্ব রেলের অন্যতম ব্যস্ত হাওড়া স্টেশনের যে 'রুফ এরিয়া' রয়েছে তার পরিমাণ ৭৮৮৩১.৬০ বর্গ মিটার। এর ৯০ শতাংশই শেড দিয়ে ঢাকা। এর ওপর যে বৃষ্টির জল পড়ছে সেই জল 'রিচার্জ' করা হচ্ছে একটি পিভিসি ট্যাঙ্কে। এই ট্যাঙ্কটি একটি পরিত্যাক্ত ট্যাঙ্ক। যা এই কাজেই ব্যবহার করছে রেল।  কৌশিক মিত্র জানিয়েছেন, 'বৃষ্টির জলের এই পুনঃব্যবহার করার ফলে মাটির নিচের জলও আমরা বাঁচাতে পারছি।'
  • Link to this news (আজকাল)