• রবিবার টেনে নিয়ে গেছিল কুমির, সোমে উদ্ধার মৎস্যজীবীর আধখাওয়া দেহ...
    আজকাল | ২৯ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভেসে উঠল বছর চল্লিশের মৎস্যজীবী আসবাউদ্দিন শেখ-এর আধখাওয়া মৃতদেহ। রবিবার পাথরপ্রতিমা ব্লকের গোবর্ধনপুর কোস্টাল থানার নদীর চরে যখন তিনি তাঁর নাবালক ছেলেকে সঙ্গে নিয়ে মাছ ধরছিলেন, তখন পাশেই ওৎপেতে থাকা কুমিরটি লেজের ঝাপটায় তাঁকে নদীতে ফেলে ধরে নিয়ে যায়।

    মৃত মৎস্যজীবীর প্রতিবেশী শেখ জামালউদ্দিন বলেন, গোটা ঘটনা আসবাউদ্দিনের নাবালক পুত্রের ওপর খুব প্রভাব ফেলেছে। কারণ, তার চোখের সামনেই কুমির তার বাবাকে ধরে নিয়ে যায়। সোমবার সকালে সে জানতে পারে বাবা আর ফিরে আসবে না।
  • Link to this news (আজকাল)