• চোখের সামনে নদী ভাঙনে তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি, ভয়াবহ পরিস্থিতির বিবরণ শুনলে চমকে উঠবেন...
    আজকাল | ২৯ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সোমবার সকাল থেকে ভয়াবহ নদী ভাঙনের কবলে পড়েছে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ব্লকের শিবপুর গ্রাম। সকাল থেকে শুরু হওয়া গঙ্গা নদীর ভাঙনে প্রায় একশ ফুট এলাকা নদী গর্ভে তলিয়ে গেছে। তার সঙ্গে কমপক্ষে ১০টি বাড়িও নদী গর্ভে তলিয়ে গেছে। ভাঙন বাড়তে পারে এই আশঙ্কায় শিবপুর গ্রামের নদী তীরবর্তী এলাকার প্রচুর বাসিন্দা নিজেদের বাড়িঘর ভেঙে অন্যত্র চলে যেতে শুরু করেছে। জেলা প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাওয়ার এবং অন্যত্র থাকার ব্যবস্থা করা হচ্ছে। 

    স্থানীয় চাচন্ড গ্রাম পঞ্চায়েত প্রধান ফেরদৌসী খাতুন বলেন, 'সোমবার সকল থেকে কমপক্ষে ১০ টি বাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে কমপক্ষে ২০ টি পরিবার। তবে নদীর ভাঙন এখনও চলছে। ক্ষতির পরিমান আরও বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি। '  সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম বলেন, 'ধুলিয়ান পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড থেকে ভাঙন প্রতিরোধের কাজ শুরু হয়েছে। শিবপুরের ভাঙন প্রতিরোধের কাজের টেন্ডার হয়ে গেলেও লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে যাওয়াতে তা খোলা যায়নি।' নদীর জলস্তর একটু কমলেই ওই এলাকাতে ভাঙন প্রতিরোধের কাজ করা হবে বলে তিনি জানিয়েছেন।  সামশেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধ বলেন, 'নদীর ধারে যাদের বাড়ি রয়েছে এবং যাদের বাড়ি তলিয়ে যাওয়ার মত অবস্থায় রয়েছে প্রশাসনের তরফ থেকে তাদের অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাবার এবং জলের ব্যবস্থা করা হয়েছে।'
  • Link to this news (আজকাল)